আমি শুধু মালা গাঁথি ছোটো ছোটো ফুলে, সে ফুল শুকায়ে যায় কথায় কথায়, তাই যদি, তাই হোক, দুঃখ নাহি তায়, তুলিব কুসুম আমি অনন্তের কূলে। যারা থাকে অন্ধকারে, পাষাণ-কারায়, আমার এ মালা যদি লহে গলে তুলে, নিমেষের তরে তারা যদি সুখ পায়, নিষ্ঠুর বন্ধন-ব্যথা যদি যায় ভুলে। ক্ষুদ্র ফুল, আপনার সৌরভের সনে নিয়ে আসে স্বাধীনতা, গভীর আশ্বাস-- মনে আনে রবিকর নিমেষ-স্বপনে, মনে আনে সমুদ্রের উদার বাতাসে। ক্ষুদ্র ফুল দেখে যদি কারো পড়ে মনে বৃহৎ জগৎ, আর বৃহৎ আকাশ।
লিখতে যখন বল আমায় তোমার খাতার প্রথম পাতে তখন জানি, কাঁচা কলম নাচবে আজও আমার হাতে,- সেই কলমে আছে মিশে ভাদ্র মাসের কাশের হাসি, সেই কলমে সাঁঝের মেঘে লুকিয়ে বাজে ভোরের বাঁশি। সেই কলমে শিশু দোয়েল শিস দিয়ে তার বেড়ায় উড়ি। পারুলদিদির বাসায় দোলে কনকচাঁপার কচি কুঁড়ি। খেলার পুতুল আজও আছে সেই কলমের খেলাঘরে, সেই কলমে পথ কেটে দেয় পথ-হারানো তেপান্তরে। নতুন চিকন অশথপাতা সেই কলমে আপনি নাচে। সেই কলমে মোর বয়সে তোমার বয়স বাঁধা আছে।