৮৪ (mukto karo mukto karo ninda proshongsay)


মুক্ত করো, মুক্ত করো নিন্দা-প্রশংসার

দুশ্ছেদ্য শৃঙ্খল হতে। সে কঠিন ভার

যদি খসে যায় তবে মানুষের মাঝে

সহজে ফিরিব আমি সংসারের কাজে--

তোমারি আদেশ শুধু জয়ী হবে নাথ।

তোমার চরণপ্রান্তে করি প্রণিপাত

তব দন্ড পুরস্কার অন্তরে গোপনে

লইব নীরবে তুলি--

নিঃশব্দ গমনে

চলে যাব কর্মক্ষেত্র-মাঝখান দিয়া

বহিয়া অসংখ্য কাজে একনিষ্ঠ হিয়া,

সঁপিয়া অব্যর্থ গতি সহস্র চেষ্টায়

এক নিত্য ভক্তিবলে, নদী যথা ধায়

লক্ষ লোকালয়-মাঝে নানা কর্ম সারি

সমুদ্রের পানে লয়ে বন্ধহীন বারি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •