অজানা জীবন বাহিনু, রহিনু আপন মনে, গোপন করিতে চাহিনু-- ধরা দিনু দুনয়নে। কী বলিতে পাছে কী বলি তাই দূরে ছিনু কেবলি, তুমি কেন এসে সহসা দেখে গেলে আঁখিকোণে কী আছে আমার মনে। গভীর তিমিরগহনে আছিনু নীরব বিরহে, হাসির তড়িৎ-দহনে লুকানো সে আর কি রহে। দিন কেটেছিল বিজনে ধেয়ানের ছবি সৃজনে, আনমনে যেই গেয়েছি শুনে গেছ সেইখনে কী আছে আমার মনে। প্রবেশিলে মোর নিভৃতে, দেখে নিলে মোরে কী ভাবে, যে দীপ জ্বেলেছি নিশীথে সে দীপ কি তুমি নিভাবে। ছিল ভরি মোর থালিকা, ছিঁড়িব কি সেই মালিকা। শরম দিবে কি তাহারে অকথিত নিবেদনে যা আছে আমার মনে।
THE DUMB earth looks into my face and spreads her arms about me. At night the fingers of the stars touch my dreams. They know my former name. Their whispers remind me of the music of a long silent lullaby. They bring to my mind the smile of a face seen in the gleam of the first daybreak. There is love in each speck of earth and joy in the spread-of the sky. I care not if I become dust, for the dust is touched by his feet. I care not if I become a flower, for the flower he takes up in his hand. He is in the sea, on the shore; he is with the ship that carries all. Whatever I am I am blessed and blessed is this earth of dear dust.
MY SONGS ABE the same as are the spring flowers, they come from you. Yet I bring these to you as my own. You smile and accept them, and you are glad at my joy of pride. If my song flowers are frail and they fade and drop in the dust, I shall never grieve. For absence is not loss in your hand, and the fugitive moments that blossom in beauty are kept ever fresh in your wreath.