শান্তিনিকেতন, ৩ চৈত্র, ১৩৩৯


 

৭৭ (bakyo tomar sob loke bole)


বাক্য তোমার সব লোকে বলে

         গজদন্তের তুল্য--

বের হয়ে যদি ফিরিত কবলে

         হারাত সত্য মূল্য।

      আঁখি-পানে তব তাকিয়েই

      বিশ্বাস মনে রাখি এই

কথা দিলে তুমি ভোল না কখনো--

         কত লোকে কত ভুলল।

 

 

  •  
  •  
  •  
  •  
  •