তোমাদের যে মিলন হবে বিশ্বে হল জানাজানি-- তারাগুলি করছে কেবল হাসাহাসি কানাকানি। রাত্রি যখন গভীর হবে বাসর-ঘরের বাতায়নে মারবে ওরা উঁকিঝুঁকি --এইটে ওদের আছে মনে। তোমরা যদি শোধ দিতে চাও, এনেছি এই যন্ত্রখানি[১] ওরা কেন লুকিয়ে রবে অন্ধকারের পর্দা টানি। তোমরা কোণে দাঁড়িয়ে দেখো আলোক-সভার মিলন-রাতি-- দ্যুলোকেতে ভূলোকেতে হোক-না আড়ি-পাতাপাতি।
A VEIL OF A thousand years dropped between you and me when you turned your face and merged in a past where spectre-like dwell they who missed love's path in a timorous dusk of doubt. The space is but narrow that divides us, a tiny stream weaving in its murmur the memory of our parting moment the pathos of your passing footsteps. And all that I can offer to you is the music of an unspoken love for it to follow you and vanish.