আজি মানুষের সব সাধনার কুৎসিত বিদ্রূপ দিকে দিগন্তে করিছে প্রচার দানবিকতার রূপ। আমার আয়ুর প্রদোষ গগনে এ কুশ্রী বিভীষিকা দেখিতে হবে কি দারুণ লগনে জ্বালায় প্রলয়শিখা!
বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা। বুকের 'পরে দোলে রে তার পরান-পুতলা। আনন্দেরি ছবি দোলে দিগন্তেরি কোলে কোলে, গান দুলিছে,নীলাকাশের হৃদয়-উথলা। আমার দুটি মুগ্ধনয়ন নিদ্রা ভুলেছে। আজি আমার হৃদয়-দোলায় কে গো দুলিছে। দুলিয়ে দিল সুখের রাশি লুকিয়ে ছিল যতেক হাসি, দুলিয়ে দিল জনমভরা ব্যথা-অতলা।