I.101. is ghat antar bag bagice WITHIN THIS earthen vessel are bowers and groves, and within it is the Creator: Within this vessel are the seven oceans and the unnumbered stars. The touchstone and the jewel-appraiser are within; And within this vessel the Eternal soundeth, and the spring wells up. Kabir says; 'Listen to me, my friend! My beloved Lord is within.'
আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া। এই-যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে উঠুক নেচে, সকল পরান দিক-না নাড়া-- বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া। বোস্-না ভ্রমর এই নীলিমায় আসন লয়ে অরুণ-আলোর স্বর্ণরেণু মাখা হয়ে। যেখানেতে অগাধ ছুটি মেল্ সেথা তোর ডানা দুটি, সবার মাঝে পাবি ছাড়া-- বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া।