না থাকে প্রাসাদ আছে তো কুটির কল্যাণে সুপবিত্র । না থাকে নগর আছে তব বন ফলে ফুলে সুবিচিত্র । তোমা হতে যত দূরে গেছি স’রে তোমারে দেখেছি তত ছোটো ক’রে । কাছে দেখি আজ, হে হৃদয়রাজ, তুমি পুরাতন মিত্র । হে তাপস, তব পর্ণকুটির কল্যাণে সুপবিত্র ।
অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥ যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে, চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে-- তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে। তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে-- নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি॥