দখিন-হাওয়া, জাগো জাগো, জাগাও আমার সুপ্ত এ প্রাণ। আমি বেণু, আমার শাখায় নীরব-যে হায় কত-না গান। জাগো জাগো॥ পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধনহারা, নৃত্য তোমার চিত্তে আমার মুক্তিদোলা করে যে দান। জাগো জাগো॥ গানের পাখা যখন খুলি বাধা-বেদন তখন ভুলি। যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে বন্ধভাঙার ছন্দে আমার মৌন-কাঁদন হয় অবসান। জাগো জাগো॥
যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়-- সবাই মিলে পথে চলা হল আমার দায় ॥ দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে-- দেয় না সাড়া হাজার ডাকে-- বাঁধন এদের সাধনধন, ছিঁড়তে যে ভয় পায় ॥ আবেশভরে ধুলায় প'ড়ে কতই করে ছল, যখন বেলা যাবে চলে ফেলবে আঁখিজল। নাই ভরসা, নাই যে সাহস, চিত্ত অবশ, চরণ অলস-- লতার মতো জড়িয়ে ধরে আপন বেদনায় ॥