রাগ: জয়জয়ন্তী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1880

৫ (sokhi ar katodin sukhheen)

       সখী, আর কত দিন           সুখহীন শান্তিহীন

             হা হা করে বেড়াইব নিরাশ্রয় মন লয়ে ।

       পারি নে, পারি নে আর—       পাষাণ মনের ভার

             বহিয়া পড়েছি, সখী, অতি শ্রান্ত ক্লান্ত হয়ে ।

       সম্মুখে জীবন মম             হেরি মরুভূমিসম,

             নিরাশা বুকেতে বসি ফেলিতেছে বিষশ্বাস ।

       উঠিতে শকতি নাই            যে দিকে ফিরিয়া চাই

             শূন্য—শূন্য—মহাশূন্য নয়নেতে পরকাশ ।

       কে আছে, কে আছে সখী,       এ শ্রান্ত মস্তক মম

             বুকেতে রাখিবে ঢাকি যতনে জননীসম ।

       মন, যত দিন যায়, মুদিয়া আসিছে হায়—

             শুকায়ে শুকায়ে শেষে মাটিতে পড়িবে ঝরি ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.