রাগ: ঝিঁঝিট

তাল: অর্ধঝাঁপ

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1880

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৪ (khoma koro more sokhi)

             ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর—

             মরমে লুকানো থাক মরমের ভার ।।

       যে গোপন কথা, সখী,          সতত লুকায়ে রাখি

               ইষ্টদেবমন্ত্রসম পূজি অনিবার ।

       তাহা মানুষের কানে          ঢালিতে যে লাগে প্রাণে—

             লুকানো থাক তা, সখী, হৃদয়ে আমার ।।

             ভালোবাসি, শুধায়ো না কারে ভালোবাসি ।

             সে নাম কেমনে, সখী, কহিব প্রকাশি ।

       আমি তুচ্ছ হতে তুচ্ছ—        সে নাম যে অতি উচ্চ,

             সে নাম যে নহে যোগ্য এই রসনার ।।

             ক্ষুদ্র এই বনফুল পৃথিবীকাননে

             আকাশের তারকারে পূজে মনে মনে—

       দিন-দিন পূজা করি            শুকায়ে পড়ে সে ঝরি,

             আজন্ম-নীরবে রহি যায় প্রাণ তার ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.