রাগ: ভৈরবী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

৬ (kato din eksathe chhinu)

            কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে,

            তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে ।

        মনে আছে ছেলেবেলা     কত যে খেলেছি খেলা,

            কুসুম তুলেছি কত দুইটি আঁচল ভ’রে ।

        ছিনু সুখে যতদিন            দুজনে বিরহহীন

            তখন কি জানিতাম ভালোবাসি তোরে !

            অবশেষে এ কপাল ভাঙিল যখন,

            ছেলেবেলাকার যত ফুরালো স্বপন,

            লইয়া দলিত মন হইনু প্রবাসী—

            তখন জানিনু, সখী, কত ভালোবাসি ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.