ও কি এল, ও কি এল না, বোঝা গেল না-- ও কি মায়া কি স্বপনছায়া, ও কি ছলনা ॥ ধরা কি পড়ে ও রূপেরই ডোরে, গানেরই তানে কি বাঁধিবে ওরে-- ও যে চিরবিরহেরই সাধনা ॥ ওর বাঁশিতে করুণ কী সুর লাগে বিরহমিলনমিলিত রাগে। সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া, হৃদয়বনে ও উদাসী হাওয়া, বুঝি শুধু ও পরমকামনা ॥
কোন্ সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল, প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল। নব প্রভাতের তারা সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা। অমরাবতীর সুরযুবতীর এ ছিল কানের দুল। এ যে মুকুটশোভার ধন— হায় গো দরদী কেহ থাক যদি, শিরে দাও পরশন। এ কি স্রোতে যাবে ভেসে দূরদয়াহীন দেশে— জানি নে, কে জানে দিন-অবসানে কোন্খানে পাবে কূল॥
তারে দেহো গো আনি। ওই রে পুরায় বুঝি অন্তিম যামিনী॥ একটি শুনিব কথা, একটি শুনাব ব্যথা-- শেষবার দেখে নেব সেই মধুমুখানি॥ ওই কোলে জীবনের শেষ সাধ মিটিবে, ওই কোলে জীবনের শেষ স্বপ্ন ছুটিবে। জনমে পুরে নি যাহা আজ কি পুরিবে তাহা। জীবনের সব সাধ ফুরাবে এখনি?