আজ আসবে শ্যাম গোকুলে ফিরে। আবার বাজবে বাঁশি যমুনাতীরে আমরা কী করব। কী বেশ ধরব। কী মালা পড়ব। বাঁচব কি মরব সুখে। কী তারে বলব ! কথা কি রবে মুখে। শুধু তার মুখপানে চেয়ে চেয়ে দাঁড়ায়ে ভাসব নয়ননীরে।।
সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে ॥ আমি কেবল বসে আছি, আপন মনে কাঁটা বাছি পথের মাঝে সকাল-সাঁজে ॥ এ পথ বেয়ে সে আসে, তাই আছি চেয়ে। কতই কাঁটা বাজে পায়ে, কতই ধুলা লাগে গায়ে-- মরি লাজে সকাল-সাঁজে ॥