দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-- সেই-যে আমার নানা রঙের দিনগুলি। কান্নাহাসির বাঁধন তারা সইল না-- সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥ আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা-- উড়ে গেল, সকল কথা কইল না-- সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥ স্বপন দেখি, যেন তারা কার আশে ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে-- সেই-যে আমার নানা রঙের দিনগুলি। এত বেদন হয় কি ফাঁকি। ওরা কি সব ছায়ার পাখি। আকাশ-পারে কিছুই কি গো বইল না-- সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
মোরা চলব না । মুকুল ঝরে ঝরুক, মোরা ফলব না ।। সূর্যতারা আগুন ভুগে জ্ব’লে মরুক যুগে যুগে– আমরা যতই পাই-না জ্বালা জ্বলব না ।। বনের শাখা কথা বলে, কথা জাগে সাগরজলে– এই ভুবনে আমরা কিছুই বলব না । কোথা হতে লাগে রে টান, জীবন-জলে ডাকে রে বান– আমরা তো এই প্রাণের টলায় টলব না ।।