ক্ষুভিত সাগরে নিভৃত তরীর গেহ, রজনী দিবস বহিছে তীরের স্নেহ। দিকে দিকে যেথা বিপুল জলের দোল গোপনে সেথায় এনেছে ধরার কোল। উত্তাল ঢেউ তারা যে দৈত্য-ছেলে পুত্তলী ভেবে লাফ দেয় বাহু মেলে। তার হাত হতে বাঁচায়ে আনিলে তুমি, ভূমির শিশুরে ফিরে পেল পুন ভূমি।
যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে। কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে। যদি প্রেম দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে। তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগলহেন, তরী সেই সাগরে ভাসায়, যাহার কূল সে নাহি জানে।