৬৯ (tari hosto hote niyo tobo dukkhobhar)


তাঁরি হস্ত হতে নিয়ো তব দুঃখভার,

হে দুঃখী, হে দীনহীন। দীনতা তোমার

ধরিবে ঐশ্বর্যদীপ্তি, যদি নত রহে

তাঁরি দ্বারে। আর কেহ নহে নহে নহে,

তিনি ছাড়া আর কেহ নাই ত্রিসংসারে

যার কাছে তব শির লুটাইতে পারে।

পিতৃরূপে রয়েছেন তিনি, পিতৃ-মাঝে

নমি তাঁরে। তাঁহারি দক্ষিণ হস্ত রাজে

ন্যায়দন্ড-'পরে, নতশিরে লই তুলি

তাহার শাসন। তাঁরি চরণ-অঙ্গুলি

আছে মহত্ত্বের 'পরে, মহতের দ্বারে

আপনারে নম্র ক'রে পূজা করি তাঁরে।

তাঁরি হস্তস্পর্শরূপে করি অনুভব

মস্তকে তুলিয়া লই দুঃখের গৌরব।

 

 

  •  
  •  
  •  
  •  
  •