মুখ ফিরায়ে রব তোমার পানে এই ইচ্ছাটি সফল করো প্রাণে। কেবল থাকা, কেবল চেয়ে থাকা, কেবল আমার মনটি তুলে রাখা, সকল ব্যথা সকল আকাঙক্ষায় সকল দিনের কাজেরি মাঝখানে। নানা ইচ্ছা ধায় নানা দিক পানে, একটি ইচ্ছা সফল করো প্রাণে। সেই ইচ্ছাটি রাতের পরে রাতে জাগে যেন একের বেদনাতে, দিনের পরে দিনকে যেন গাঁথে একের সূত্রে এক আনন্দগানে।
এ কথা মানিব আমি, এক হতে দুই কেমনে যে হতে পারে জানি না কিছুই। কেমনে যে কিছু হয়, কেহ হয় কেহ, কিছু থাকে কোনোরূপে, কারে বলে দেহ, কারে বলে আত্মা মন, বুঝিতে না পেরে চিরকাল নিরখিব বিশ্বজগতেরে নিস্তব্ধ নির্বাক্ চিত্তে। বাহিরে যাহার কিছুতে নারিব যেতে আদি অন্ত তার, অর্থ তার, তত্ত্ব তার, বুঝিব কেমনে নিমেষের তরে? এই শুধু জানি মনে সুন্দর সে, মহান সে, মহাভয়ংকর, বিচিত্র সে, অজ্ঞেয় সে, মম মনোহর। ইহা জানি, কিছুই না জানিয়া অজ্ঞাতে নিখিলের চিত্তস্রোত ধাইছে তোমাতে।