১৫ সেপ্টেম্বর, ১৯১৩  S. S. City of Lahore, মধ্যদরণী সাগর


 

৩৮ (bhelar moto buke tani)


ভেলার মতো বুকে টানি

                   কলমখানি

       মন যে ভেসে চলে।

ঢেউয়ে ঢেউয়ে বেড়ায় দুলে

                   কূলে কূলে

       স্রোতের কলকলে।

ভবের     স্রোতের কলকলে।

 

এবার কেড়ে লও এ ভেলা

                   ঘুচাও খেলা

       জলের কোলাহলে।

অধীর     জলের কোলাহলে।

এবার তুমি ডুবাও তারে

                   একেবারে

       রসের রসাতলে।

গভীর     রসের রসাতলে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •