রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

৯১ (udashini beshe bideshini ke )

উদাসিনী সে বিদেশিনী কে নাই বা তারে জানি

মনে জাগে নব নব রাগে তারি মরীচিকা-ছবিখানি॥

        পুবের হাওয়ায় তরীখানি তার

        ভাঙা এ ঘাট কবে হল পার,

রঙিন মেঘে আর রঙিন পালে তার করে গেল কানাকানি॥

একা আলসে গণি বসে পলাতকা যত ঢেউ।

যায় তারা যায়, ফেরে না, চায় না পিছু-পানে আর কেউ।

        জানি তার নাগাল পাব না, আমার ভাবনা

শূন্যে শূন্যে কুড়ায়ে বেড়ায় বাদলের বাণী॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.