রাগ: জয়জয়ন্তী

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

২৭ (etodin pore sokhi)

এতদিন পরে, সখী, সত্য সে কি হেথা ফিরে এল।

        দীনবেশে ম্লানমুকে কেমনে অভাগিনী

        যাবে তার কাছে সখী রে।

শরীর হয়েছে ক্ষীণ, নয়ন জ্যোতিহীন--

সবই গেছে কিছু নাই-- রূপ নাই, হাসি নাই--

সুখ নাই, আশা নাই -- সে আমি আর আমি নাই--

না যদি চেনে সে মোরে তা হলে কী হবে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.