রাগ: দেশ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ ফাল্গুন, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ ফেব্রুয়ারি, ১৯৩০

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

৭৮ (ebar bujhi bholar bela)

এবার বুঝি ভোলার বেলা হল--

ক্ষতি কী তাহে যদি বা তুমি ভোলো॥

যাবার রাতি ভরিল গানে

সেই কথাটি রহিল প্রাণে,

ক্ষণেক-তরে আমার পানে

করুণ আঁখি তোলো॥

সন্ধ্যাতারা এমনি ভরা সাঁঝে

উঠিবে দূরে বিরহাকাশমাঝে।

এই-যে সুর বাজে বীণাতে

যেখানে যাব রহিবে সাথে,

আজিকে তবে আপন হাতে

বিদায়দ্বার খোলো॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.