রাগ: বেহাগ-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস

১৮৪ (tora je ja balis)

তোরা  যে যা বলিস ভাই,      আমার     সোনার হরিণ চাই।

          মনোহরণ চপলচরণ সোনার হরিণ চাই॥

সে-যে  চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা।

সে-যে  নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁদা।

আমি    ছুটব পিছে মিছে মিছে পাই বা নাহি পাই--

আামি   আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই॥

তোরা  পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে--

যারে    যায় না পাওয়া তারি হাওয়া লাগল কেন মোরে।

আমার  যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোঁকে--

আমার  ফুরোয় পুঁজি, ভাবিস, বুঝি মরি তারি শোকে?

আমি    আছি সুখে হাস্যমুখে, দুঃখ আমার নাই।

আমি    আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.