রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৩

রচনাস্থান: লক্ষ্নৌ (বোম্বাই যাবার পথে)

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৫ (tomar shesher ganer resh)

তোমার শেষের গানের রেশ নিয়ে কানে    চলে এসেছি।

          কেউ কি তা জানে॥

     তোমার আছে গানে গানে গাওয়া,

     আমার কেবল চোখে চোখে চাওয়া--

মনে মনে মনের কথাখানি    বলে এসেছি    কেউ কি তা জানে॥

     ওদের নেশা তখন ধরে নাই,

          রঙিন রসে প্যালা ভরে নাই।

     তখনো তো কতই আনাগোনা,

     নতুন লোকের নতুন চেনাশোনা--

ফিরে ফিরে ফিরে-আসার আশা   দ'লে এসেছি    কেউ কি তা জানে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.