তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে আমায় শুধু ক্ষণেক তরে। আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে। না চাহিলে তোমার মুখপানে হৃদয় আমার বিরাম নাহি জানে, কাজের মাঝে ঘুরে বেড়াই যত ফিরি কূলহারা সাগরে॥ বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে এল আমার বাতায়নে। অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। আজকে শুধু একান্তে আসীন চোখে চোখে চেয়ে থাকার দিন, আজকে জীবন-সমর্পণের গান গাব নীরব অবসরে॥
বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় ! ও মিছে আদর তবে না করিলে নয় ?। ও শুধু বাড়ায় ব্যথা— সে-সব পুরানো কথা মনে ক’রে দেয় শুধু, ভাঙে এ হৃদয় ।। প্রতি হাসি প্রতি কথা প্রতি ব্যবহার আমি যত বুঝি তত কে বুঝিবে আর । প্রেম যদি ভুলে থাক সত্য ক’রে বলো-নাকো— করিব না মুহূর্তের তরে তিরস্কার ।। আমি তো ব’লেই ছিনু, ক্ষুদ্র আমি নারী তোমার ও প্রণয়ের নহি অধিকারী । আর-কারে ভালোবেসে সুখী যদি হও শেষে তাই ভালোবেসো নাথ, না করি বারণ । মনে ক’রে মোর কথা মিছে পেয়ো নাকো ব্যথা, পুরানো প্রেমের কথা কোরো না স্মরণ ।।
আমার পরান যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর, কেহ নাই কিছু নাই গো। তুমি সুখ যদি নাহি পাও, যাও, সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও, আমি যত দুখ পাই গো।