১০ (nai ros nai)

নাই রস নাই, দারুণ দাহনবেলা।   খেলো খেলো তব নীরব ভৈরব খেলা ॥

     যদি   ঝ'রে পড়ে পড়ুক পাতা,   ম্লান হয়ে যাক মালা গাঁথা,

          থাক্‌ জনহীন পথে পথে   মরীচিকাজাল ফেলা ॥

শুষ্ক ধুলায় খসে-পড়া ফুলদলে   ঘূর্ণী-আঁচল উড়াও আকাশতলে।

     প্রাণ যদি কর মরুসম   তবে তাই হোক-- হে নির্মম,

          তুমি একা আর আমি একা,   কঠোর মিলনমেলা ॥

রাগ: মূলতান

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.