রাগ: বৃন্দাবনী সারং

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

১৮৪ (mora bhangbo tapas)

     মোরা   ভাঙব তাপস, ভাঙব তোমার কঠিন তপের বাঁধন--

                        এবার   এই আমাদের সাধন॥

চল্‌ কবি, চল্‌ সঙ্গে জুটে,     কাজ ফেলে তুই আ য় আ য় আয় রে ছুটে,

                        গানে গানে উদাস প্রাণে

                   জাগা রে উন্‌মাদন, এবার   জাগা রে উন্‌মাদন॥

বকুলবনের মুগ্ধ হৃদয় উঠুক-না উচ্ছ্বাসি,

     নীলাম্বরের মর্ম-মাঝে বাজাও তোমার সোনার বাঁশি   বাজাও।

          পলাশরেণুর রঙ মাখিয়ে   নবীন বসন এনেছি এ,

              সবাই মিলে দিই ঘুচিয়ে

                   পুরানো আচ্ছাদন, তোমার   পুরানো আচ্ছাদন॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.