রাগ: মল্লার

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ শ্রাবণ, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ জুলাই, ১৯৩৯

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

১২৬ (badal diner pratham kadam phul)

বাদল-দিনের প্রথম কদম ফুল     করেছ দান,

     আমি দিতে এসেছি শ্রাবণের গান॥

     মেঘের ছায়ায় অন্ধকারে   রেখেছি ঢেকে তারে

          এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান॥

     আজ এনে দিলে, হয়তো দিবে না কাল--

রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।

     এ গান আমার শ্রাবণে শ্রাবণে   তব বিস্মৃতিস্রোতের প্লাবনে

          ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.