অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে। নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে ॥ দিয়ে তোমার রতনমণি আমায় করলে ধনী-- এখন দ্বারে এসে ডাকো, রয়েছি দ্বার এঁটে ॥ আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে-- বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে। তুমি রইবে না ওই রথে, তুমি নামবে ধুলাপথে যুগ-যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে ॥
কাহারে হেরিলাম! সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণকিরণে রঞ্জিত ছায়া! এসো এসো যে হও সে হও, বলো বলো তুমি স্বপন নও। অনিন্দ্যসুন্দর দেহলতা বহে সকল আকাঙক্ষার পূর্ণতা॥