© Kriya Unlimited, 2010 - 2023
রাগ: পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ অগ্রহায়ণ, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1913
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
লুকিয়ে আস আঁধার রাতে
তুমিই আমার বন্ধু,
লও যে টেনে কঠিন হাতে
তুমি আমার আনন্দ।
দুঃখরথের তুমিই রথী
তুমি সংকট তুমিই ক্ষতি
শত্রু আমারে কর গো জয়
রুদ্র তুমি হে ভয়ের ভয়
বজ্র এসো হে বক্ষ চিরে
মৃত্যু লও হে বাঁধন ছিঁড়ে
Renditions