রাগ: পিলু

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ অগাস্ট, ১৯১৪

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২০৮ (hriday amar prakash hala)

          হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে।

          বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে ॥

এই-যে আলোর আকুলতা    আমারি এ আপন কথা--

          ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে॥

          বাইরে তুমি নানা বেশে ফের নানা ছলে;

          জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে।

আজকে দেখি পরান-মাঝে,   তোমার গলায় সব মালা যে--

          সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে।

             সেই কথা আজ প্রকাশ হল অনন্ত আকাশে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.