রাগ: সাহানা

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ অগাস্ট, ১৯১৪

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

২০৯ (jakhan tumi badchhile tar)

যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা--

বাজাও বীণা, ভুলাও ভুলাও সকল দুখের কথা ॥

          এতদিন যা সঙ্গোপনে    ছিল তোমার মনে মনে

          আজকে আমার তারে তারে শুনাও সে বারতা ॥

আর বিলম্ব কোরো না গো, ওই-যে নেবে বাতি।

দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি।

          বাঁধলে যে সুর তারায় তারায়   অন্তবিহীন অগ্নিধারায়,

          সেই সুরে মোর বাজাও প্রাণে তোমার ব্যাকুলতা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.