কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার ঢালিতেছ এত সুখ, ভেঙে গেল— গেল বুক— যেন এত সুখ হৃদে ধরে না গো আর । তোমার চরণে দিনু প্রেম-উপহার— না যদি চাও গো দিতে প্রতিদান তার নাই বা দিলে তা মোরে, থাকো হৃদি আলো করে, হৃদয়ে থাকুক জেগে সৌন্দর্য তোমার ।।
আমি কী ব'লে করিব নিবেদন আমার হৃদয় প্রাণ মন ॥ চিত্তে আসি দয়া করি নিজে লহো অপহরি, করো তারে আপনারি ধন-- আমার হৃদয় প্রাণ মন ॥ শুধু ধূলি, শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ স্পর্শে তব পরশরতন! তোমারি গৌরবে যবে আমার গৌরব হবে সব তবে দিব বিসর্জন-- আমার হৃদয় প্রাণ মন ॥