আমার পথে পথে পাথর ছড়ানো। তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥ আমার বাঁশি তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে-- তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥ তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে-- এমন করে গায়ে প'ড়ে সাগর-তরানো। ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে-- তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥
তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয়মাঝে ॥ তোমার ঘরে নিশি-ভোরে আগল যদি গেল সরে আমার ঘরে রইব তবে কিসের লাজে?। অনেক বলা বলেছি, সে মিথ্যা বলা। অনেক চলা চলেছি, সে মিথ্যা চলা। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে-- ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে ॥