রাগ: বেহাগ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ ফাল্গুন, ১৩২৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ ফেব্রুয়ারি, ১৯১৮

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২০২ (aji bijan ghare nishithrate)

আজি     বিজন ঘরে নিশীথরাতে    আসবে যদি শূন্য হাতে--

          আমি     তাইতে কি ভয় মানি!

          জানি     জানি, বন্ধু, জানি--

          তোমার  আছে তো হাতখানি ॥

          চাওয়া-পাওয়ার পথে পথে   দিন কেটেছে কোনোমতে,

এখন    সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি ॥

          আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,

          তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।

          জীবনদোলায় দুলে দুলে   আপনারে ছিলেম ভুলে,

এখন    জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.