নাই নাই নাই যে বাকি, সময় আমার-- শেষের প্রহর পূর্ণ করে দেবে না কি॥ বারে বারে কারা করে আনাগোনা, কোলাহলে সুরটুকু আর যায় না শোনা-- ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি॥ পণ করেছি, তোমার হাতে আপনারে শেষ করে আজ চুকিয়ে দেব একেবারে। মিটিয়ে দেব সকল খোঁজা, সকল বোঝা, ভোরবেলাকার একলা পথে চলব সোজা-- তোমার আলোয় ডুবিয়ে নেব সজাগ আঁখি॥
বসন্ত তার গান লিখে যায় ধূলির 'পরে কী আদরে॥ তাই সে ধূলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে, বারে বারে রূপের সাজি আপনি ভরে কী আদরে॥ তেমনি পরশ লেগেছে মোর হৃদয়তলে, সে যে তাই ধন্য হল মন্ত্রবলে। তাই প্রাণে কোন্ মায়া জাগে, বারে বারে পুলক লাগে, বারে বারে গানের মুকুল আপনি ধরে কী আদরে॥