এক ফাগুনের গান সে আমার আর ফাগুনের কূলে কূলে কার খোঁজে আজ পথ হারালো নতুন কালের ফুলে ফুলে॥ শুধায় তারে বকুল-হেনা, 'কেউ আছে কি তোমার চেনা।' সে বলে, 'হায় আছে কি নাই না বুঝে তাই বেড়াই ভুলে নতুন কালের ফুলে ফুলে।' এক ফাগুনের মনের কথা আর ফাগুনের কানে কানে গুঞ্জরিয়া কেঁদে শুধায়, 'মোর ভাষা আর কেই বা জানে।' আকাশ বলে, 'কে জানে সে কোন্ ভাষা যে বেড়ায় ভেসে।' 'হয়তো জানি' 'হয়তো জানি' বাতাস বলে দুলে দুলে নতুন কালের ফুলে ফুলে॥
ওগো কে যায় বাঁশরি বাজায়ে আমার ঘরে কেহ নাই যে তারে মনে পড়ে যারে চাই যে॥ তার আকুল পরান, বিরহের গান, বাঁশি বুঝি গেল জানায়ে। আমি আমার কথা তারে জানাব কী করে, প্রাণ কাঁদে মোর তাই যে॥ কুসুমের মালা গাঁথা হল না, ধূলিতে প'ড়ে শুকায় রে। নিশি হয় ভোর, রজনীর চাঁদ মলিন মুখ লুকায় রে। সারা বিভাবরী কার পূজা করি যৌবনডালা সাজায়ে-- বাঁশিস্বরে হায় প্রাণ নিয়ে যায়, আমি কেন থাকি হায় রে॥