রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ ভাদ্র, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অগাস্ট, ১৯৩৫

১১৮ (o bhai kanai)

ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ।

তিনটে-চারটে পাস করেছি, নই নিতান্ত মুক্‌খ॥

তুচ্ছ সা-রে-গা-মা'য়     আমায়    গলদ্‌ঘর্ম ঘামায়।

     বুদ্ধি আমার যেমনি হোক কান দুটো নয় সূক্ষ্ম--

              এই বড়ো মোর দুঃখ কানাই রে,

                   এই বড়ো মোর দুঃখ॥

বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে,

হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে।

কণ্ঠখানার জোর আছে তাই    লুকিয়ে গাইতে ভরসা না পাই--

     স্বয়ং প্রিয়া বলেন, 'তোমার গলা বড়োই রুক্ষ'

          এই বড়ো মোর দুঃখ কানাই রে,

                   এই বড়ো মোর দুঃখ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.