১৩১৬


 

১১২ (shoktir songhatmajhe bishwe jini)


শক্তির সংঘাত-মাঝে বিশ্বে যিনি শান্ত যিনি স্থির,

কর্মতাপে মর্মদাহে তিনি দিন শান্তিসুধানীর।

সংসারের আবর্তনে নির্বিচল যে মঙ্গলময়,

দুঃখে সুখে ক্ষতি-লাভে তিনি দিন ভয়হীন জয়।

বিশ্বের বৈচিত্র৻-মাঝে যিনি এক যিনি অদ্বিতীয়,

নিখিলেরে নিশিদিন করে দিন আমাদের প্রিয়।

তিনিই আমার পিতা--

            বলো, মন, বলো "পিতা নোহসি'।

 

 

  •  
  •  
  •  
  •  
  •