ভালোবাসা এসেছিল এমন সে নিঃশব্দ চরণে তারে স্বপ্ন হয়েছিল মনে, দিই নি আসন বসিবার। বিদায় সে নিল যবে, খুলিতেই দ্বার শব্দ তার পেয়ে, ফিরায়ে ডাকিতে গেনু ধেয়ে। তখন সে স্বপ্ন কায়াহীন, নিশীথে বিলীন, দূরপথে তার দীপশিখা একটি রক্তিম মরীচিকা।
THE SHORE whispers to the sea: 'Write to me what thy waves struggle to say.' The sea writes in foam again and again and wipes off the lines in a boisterous despair.