৪৭ (aghatsonghat majhe darainu asi)


আঘাতসংঘাত-মাঝে দাঁড়াইনু আসি।

অঙ্গদ কুণ্ডল কণ্ঠী অলংকাররাশি

খুলিয়া ফেলেছি দূরে। দাও হস্তে তুলি

নিজহাতে তোমার অমোঘ শরগুলি,

তোমার অক্ষয় তূণ। অস্ত্রে দীক্ষা দেহো

রণগুরু। তোমার প্রবল পিতৃস্নেহ

ধ্বনিয়া উঠুক আজি কঠিন আদেশে।

করো মোরে সম্মানিত নববীরবেশে,

দুরূহ কর্তব্যভারে, দুঃসহ কঠোর

বেদনায়; পরাইয়া দাও অঙ্গে মোর

ক্ষতচিহ্ন-অলংকার। ধন্য করো দাসে

সফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াসে।

ভাবের ললিত ক্রোড়ে না রাখি নিলীন

কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন।

 

 

  •  
  •  
  •  
  •  
  •