১ সেপ্টেম্বর, ১৯২৮


 

আহ্বান (ahban)


কোথা আছ! ডাকি আমি। শোনো, শোনো, আছে প্রয়োজন

একান্ত আমারে তব। আমি নহি তোমার বন্ধন--

পথের সম্বল মোর প্রাণে।  দুর্গমে চলেছ তুমি

নীরস নিষ্ঠুর পথে-- উপবাসহিংস্র সেই ভূমি

আতিথ্যবিহীন; উদ্ধত নিষেধদণ্ড রাত্রিদিন

উদ্যত করিয়া আছে ঊর্ধ্ব-পানে।  আমি ক্লান্তিহীন

সেই সঙ্গ দিতে পারি, প্রাণবেগে বহন যে করে

শুশ্রূষার পূর্ণশক্তি আপনার নিঃশঙ্ক অন্তরে--

যথা রুক্ষ রিক্তবৃক্ষ শৈলবক্ষ ভেদি অহরহ

দুর্দাম নির্ঝরে ঢালে দুর্নিবার সেবার আগ্রহ,

শুকায় না রসবিন্দু প্রখর নির্দয় সূর্যতেজে,

নীরস প্রস্তরমুষ্টিতলে দৃঢ়বলে রাখে সে-যে

অক্ষয় সম্পদরাশি।  সহাস্য উজ্জ্বল গতি তার

দুর্যোগে অপরাজিত, অবিচল বীর্যের আধার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •