মংপু, ২ মে, ১৯৪০


 

১১ (kaler probol aborte protihoto)


কালের প্রবল আবর্তে প্রতিহত

ফেনপুঞ্জের মতো,

আলোকে আঁধারে রঞ্জিত এই মায়া,

অদেহ ধরিল কায়া।

সত্তা আমার,জানি না, সে কোথা হতে

হল উত্থিত নিত্যধাবিত স্রোতে।

সহসা অভাবনীয়

অদৃশ্য এক আরম্ভ-মাঝে কেন্দ্র রচিল স্বীয়।

বিশ্বসত্তা মাঝখানে দিল উঁকি,

এ কৌতুকের পশ্চাতে আছে জানি না কে কৌতুকী।

ক্ষণিকারে নিয়ে অসীমের এই খেলা,

নববিকাশের সাথে গেঁথে দেয় শেষ-বিনাশের হেলা,

আলোকে কালের মৃদঙ্গ উঠে বেজে,

গোপনে ক্ষণিকা দেখা দিতে আসে মুখ-ঢাকা বধূ সেজে,

গলায় পরিয়া হার

বুদ্‌বুদ্‌ মণিকার।

সৃষ্টির মাঝে আসন করে সে লাভ,

অনন্ত তারে অন্তসীমায় জানায় অবির্ভাব।

 

 

  •  
  •  
  •  
  •  
  •