II. 87. Kabir kab se bhaye vairagi GORAKHNATH ASKS Kabir: 'Tell me, O Kabir, when did your vocation begin? Where did your love have its rise?' Kabir answers: 'When He whose forms are manifold had not begun His play: when there was no Guru, and no disciple: when the world was not spread out: when the Supreme One was alone Then I became an ascetic; then, O Gorakh, my love was drawn to Brahma. Brahma did not hold the crown on his head; the god Vishnu was not anointed as king; the power of Shiva was still unborn; when I was instructed in Yoga. 'I became suddenly revealed in Benares, and Ramananda illumined me; I brought with me the thirst for the Infinite, and I have come for the meeting with Him. In simplicity will I unite with the Simple One; my love will surge up. O Gorakh, march thou with His music!'
হোক খেলা, এ খেলায় যোগ দিতে হবে আনন্দকল্লোলাকুল নিখিলের সনে। সব ছেড়ে মৌনী হয়ে কোথা বসে রবে আপনার অন্তরের অন্ধকার কোণে! জেনো মনে শিশু তুমি এ বিপুল ভবে অনন্ত কালের কোলে, গগনপ্রাঙ্গণে-- যত জান মনে কর কিছুই জান না। বিনয়ে বিশ্বাসে প্রেমে হাতে লহ তুলি বর্ণগন্ধগীতময় যে মহা-খেলনা তোমারে দিয়াছে মাতা; হয় যদি ধূলি হোক ধূলি, এ ধূলির কোথায় তুলনা! থেকো না অকালবৃদ্ধ বসিয়া একেলা-- কেমনে মানুষ হবে না করিলে খেলা!