তোমরা যুগল প্রেমে রচিতেছ যে আশ্রমখানি আমি কবি তার পরে দিনু মোর আশীর্বাদ আনি। মিলন সুন্দর হোক্ সংসারের বাধা হোক্ দূর জীবন-যাত্রার পথ হোক্ শুভ হোক্ অবন্ধুর।
বহিয়া হালকা বোঝা চলে যায় দিন তার অবকাশ দেয় না সে কোনো দুশ্চিন্তার! সম্বল কম বটে, আছে বটে ঋণ দায়-- অনুরাগ নেই তবু ভাগ্যের নিন্দায়। পাড়া-প্রতিবেশীদের কটুতম ভাষ্যে নীরব জবাব তার স্মিত ঔদাস্যে জন্ম নেবার কালে পেয়েছিল যৌতুক ভাঙাচোরা জীবনের বিদ্রূপে-- কৌতুক।