তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক'রে পায় সে আপনারে ॥ দুঃখে শোকে নিন্দা-পরিবাদে চিত্ত তার ডোবে না অবসাদে, টুটে না বল সংসারের ভারে ॥ পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিন তার কাজে। নিজেরে সে যে তোমারি মাঝে দেখে, জীবন তার বাধায় নাহি ঠেকে, দৃষ্টি তার আঁধার-পরপারে ॥
পুব-হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি। হৃদয়নদীর কূলে কূলে জাগে লহরী॥ পথ চেয়ে তাই একলা ঘাটে বিনা কাজে সময় কাটে, পাল তুলে ওই আসে তোমার সুরেরই তরী॥ ব্যথা আমার কূল মানে না, বাধা মানে না। পরান আমার ঘুম জানে না, জাগা জানে না। মিলবে যে আজ অকুল-পানে তোমার গানে আমার গানে, ভেসে যাবে রসের বানে আজ বিভাবরী॥