রাগ: ভৈরবী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ কার্তিক, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

রচনাস্থান: জোড়াসাঁকো

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

১৫২ (tumi jeyo na)

     তুমি    যেয়ো না এখনি।

          এখনো আছে রজনী

          পথ বিজন    তিমিরসঘন,

     কানন কণ্টকতরুগহন-- আঁধারা ধরণী।

বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা--

     চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন।

              আজি যাব অকূলের পারে,

          ভাসাব প্রেমপারাবারে    জীবনতরণী।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.