রাগ: কাফি

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

৪২ (phire jao kena )

ফিরে যাও কেন ফিরে ফিরে যাও     বহিয়া বিফল বাসনা॥

চিরদিন আছ দূরে   অজানার মতো নিভৃত অচেনা পুরে,

                কাছে আস তবু আস না

                    বহিয়া বিফল বাসনা॥

                পারি না তোমায় বুঝিতে--

ভিতরে কারে কি পেয়েছ,           বাহিরে চাহ না খুঁজিতে।

                না-বলা তোমার বেদনা যত

                বিরহপ্রদীপে শিখার মতো,

                নয়নে তোমার উঠেছে জ্বলিয়া

                    নীরব কী সম্‌ভাষণা॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.