রাগ: ভৈরবী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১০০ (onek paoyar majhe majhe)

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,

     সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ॥

দিনের পর দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা,

     বাহির হতেই তাদের যাওয়া আসা।

কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা,

     সে যেন মোর চিরদিনের চাওয়া ॥

হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে

     রইল গাঁথা মোর জীবনের হারে।

সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মালা

     সেই নিয়েই আজ সাজাই আমার থালা--

এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা,

     একতারাতে আধখানা গান গাওয়া ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.