রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ ফাল্গুন, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ মার্চ, ১৯২৩

রচনাস্থান: কাশী

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৫৫ (na na nai ba ele)

না না )   নাই বা এলে যদি সময় নাই,

ক্ষণেক এসে বোলো না গো "যাই যাই যাই'॥

     আমার প্রাণে আছে জানি     সীমাবিহীন গভীর বাণী,

তোমার    চিরদিনের কথাখানি বলব --    বলতে যেন পাই॥

     যখন      দখিনহাওয়া কানন ঘিরে

          এক কথা কয় ফিরে ফিরে,

     পূর্ণিমাচাঁদ কারে চেয়ে    এক তানে দেয় আকাশ ছেয়ে,

যেন     সময়হারা সেই সময়ে একটি সে গান গাই॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.