রাগ: ভৈরবী-কীর্তন

তাল: মুক্তছন্দ-কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

১৮১ (maran re tuhu mama)

    মরণ রে, তুঁহু মম শ্যামসমান।

মেঘবরণ তুঝ, মেঘজটাজূট,

রক্তকমলকর, রক্ত-অধরপুট,

তাপবিমোচন করুণ কোর তব

    মৃত্যু-অমৃত করে দান॥

        আকুল রাধা-রিঝ অতি জরজর,

        ঝরই নয়নদউ অনুখন ঝরঝর--

        তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর,

            তুঁহু মম তাপ ঘুচাও।

            মরণ, তু আও রে আও।

ভুজপাশে তব লহ সম্বোধয়ি,

আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি,

কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি,

    নীদ ভরব সব দেহ।

        তুঁহু নহি বিসরবি, তুঁহু নহি ছোড়বি,

        রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি

        হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন--

            অতুলন তোঁহার লেহ।

গগন সঘন অব, তিমিরমগন ভব,

তড়িতচকিত অতি, ঘোর মেঘরব,

শালতালতরু সভয়-তবধ সব--

    পন্থ বিজন অতি ঘোর।

        একলি যাওব তুঝ অভিসারে,

        তুঁহুঁ মম প্রিয়তম, কি ফল বিচারে--

        ভয়বাধা সব অভয় মুরতি ধরি,

            পন্থ দেখায়ব মোর।

ভানু ভণে -- 'অয়ি রাধা, ছিয়ে ছিয়ে

    চঞ্চল চিত্ত তোহারি।

জীবনবল্লভ মরণ-অধিক সো,

    অব তুঁহু দেখ বিচারি।'

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.